
প্রকাশিত: Sat, Jan 14, 2023 3:41 PM আপডেট: Sun, May 11, 2025 3:09 AM
ব্ল্যাক মানি হোয়াইট করার তরিকা!
অমি রহমান পিয়াল
বিয়ার বাজারে যাতে আপনারে কচি লাগে, এইজন্য আপনার বাপ-মা আপনার বয়স কমায় নাই। জন্মের একবছর পরের সাল দিয়া তৈরি আমাগো মেট্রিক ইন্টারমিডিয়েট সার্টিফিকেট। কারো আসল তারিখ বাদ দিয়া একেবারে ১ জানুয়ারি নয়তো ৩১ ডিসেম্বর। এই ক্যারিকেচার করা হইছে উনারা আশা করছেন আপনে সরকারি চাকরি করবেন। টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা বলেন আর যাই বলেন, সরকারি চাকরি মানে একটা নিশ্চিত জীবন। প্রচুর উপরি আয় আছে। ইত্যাদি। বাস্তব অভিজ্ঞতা থিকা বলি। মগবাজারে আমাদের চারতলা বাড়ির বিপরীতে ৬ কাঠার জমি কিন্যা বিশাল বিল্ডিং বানাইছিলেন টিএন্ডটির একজন মহিলা অপারেটর। আমরা যখন সেই বাড়ি বিক্রি করলাম কিনছিলেন টিএন্ডটির একজন ড্রাইভার। এনারা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ভুক্ত কর্মচারী মাত্র। তাইলে আন্দাজ করেন প্রথম শ্রেণীর কী অবস্থা!
দেশের সিস্টেম হইলো সারাজীবন চুরি কইরা, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা শেষ বয়সে সাধু সাজা। আপনি এমনই সৎ যে গ্রামের মসজিদ বানাইতে ৪০ লাখ টাকা অনুদান দিছেন, কথিত হালাল ইনকাম। তারপর আপনার মাথায় যেহেতু টুপি উইঠা গেলো, আপনে সবাইরে চোর বানাইবেন, দুর্নীতিবাজ ডাকবেন আর আফসুস দুচাইবেন দেশটার অবস্থা কি খারাপ। এমন বাটপার দেইখ্যা দেইখ্যা বুড়া হইয়া গেলাম। ম্যান ফাকাফাকি না দুচাই। হয় আপনে অলস, নয়তো সুযোগের অভাবে চরিত্রবান। আগে কইতো চালুনি কয় সুইরে তোর পাছায় কেনো ফুটা। এখন এক শব্দেই কয় লুজার। আপনে সরাসরি ঘুষ খান নাই, আপনার বউরে ঠিকই বাজার কইরা দিয়া আসছে ঠিকাদাররা। মাঝরাইতে আচ্ছা শোনো বইলা যা মানছেন ওইটাই ব্ল্যাক মানি হোয়াইট করার তরিকা। হিরুলমরে দেখেন, কোটি কোটি টাকার সম্পদ। ও তো চোর না। ওরটাই হালাল কামাই। জানেন না বইলা আপনাগো জ্বলে না...। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
